গভর্নর ফজলে কবিরকে প্র্যাব’র অভিনন্দন
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবিরকে অভিনন্দন জানিয়েছে ব্যাংকিং খাতের জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব)। প্র্যাব নেতারা সোমবার বাংলাদেশ ব্যাংকে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
প্র্যাব এর সভাপতি আতা সরকার, সহ-সভাপতি বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক এ. এফ. এম. আসাদুজ্জামান, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক লায়ন এম. মোফাজ্জল হোসেন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জনসংযোগ ও মার্কেটিং প্রধান আজম খান এবং সাধারণ সম্পাদক ও প্রাইম ব্যাংকের জনসংযোগ প্রধান মনিরুজ্জামান টিপুসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এসএ/আরএস/এবিএস