ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

আলু, পেঁয়াজ, ডিম, স্যালাইন

দাম বেশি নেওয়ায় ৮২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আলু পেয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত স্যালাইনের দাম সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা সেটা মানছে না। রোববার (১৭ সেপ্টেম্বর) সারাদেশে এসব পণ্য ও ওষুধের দাম বেশি নেওয়ায় ৮২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ৩৭টি টিম কর্তৃক ৫২টি বাজারে বাজারে অভিযান পরিচালনা করে।

jagonews24

এরমধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৩৫টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

সারাদেশে ৩৭টি টিম কর্তৃক ৫২টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৮২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩,৫০,৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এনএইচ/এমআইএইচএস/জিকেএস