ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সপ্তাহের ডিএসইতে কমেছে সূচক ও লেনদেন

প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

সপ্তাহে ব্যবধানে দেশের প্রাধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। একই সাথে কমেছে লেনদেন হওয়া বেশিভাগ কোম্পানির দর। ডিএসইতে সূচক কমেছে ৭৬ পয়েন্ট আর লেনদেন ৫৫ কোটি টাকা কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গেল সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে -এর মধ্যে তিন দিনই বাজার পতন হয়েছে। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৭৮ লাখ টাকা। অর্থ্যাৎ চার দিনে মোট লেনদেন হয়েছে ৮৯৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আর আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৯৫৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৫৫ কোটি ৯০ লাখ টাকার।

ডিএসইএক্স সূচক সপ্তাহের ব্যবধানে ৭৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে। আর ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৩৩ শতাংশ বা ৫ দশমিক ৯৯ পয়েন্ট। আর শরীয়াহ সূচক কমেছে দশমিক ৫৪ শতাংশ বা ৬ দশমিক ১৪ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচক কমলেও লেনদেন বেড়েছে। এসময় সিএসইর প্রধান সূচক কমেছে দশমিক ৭৬ শতাংশ।

আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ২০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে এ বাজারে লেনদেন হয়েছিল ১০৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন বেড়েছে ১০ কোটি ৪৭ লাখ টাকার। গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।