ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

কলেজ শিক্ষকরা রাজনীতিতে জড়ালে গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকরা কোনো ধরনের রাজনীতির চর্চা ও দলাদলিতে জড়িত হলে গভর্নিং বডি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

একই সঙ্গে কলেজগুলোতে মব জাস্টিস তৈরি করে কলেজ অধ্যক্ষকে চেয়ার থেকে টেনে নামানোর অপসংস্কৃতির চর্চা আর করতে দেওয়া হবে না বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের (৪৩-৪৪তম ব্যাচ) সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের সামাজিক মর্যাদা অক্ষণ্ন রাখতে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পিজিডি কোর্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্স, আইসিটি, সফট স্কিল এবং হার্ড স্কিল, ট্রেড কোর্সসহ এ ধরনের বাস্তবমুখী শিক্ষা সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে। কলেজগুলোতে এ ধরনের কোর্স অধিভুক্তি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমরা এ বছর থেকে কলেজ মনিটরিং শুরু করতে যাচ্ছি এবং অধিভুক্ত সব কলেজকে জবাবদিহির আওতায় আনতে খুব শিগগির জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে।

jagonews24

উপাচার্য বলেন, রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া অধ্যক্ষ সম্মেলনের মাধ্যমে অধিভুক্ত সব কলেজে নতুন বার্তা পৌঁছাতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্য সামনে রেখে মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষকদের উদ্দেশে অধ্যাপক আমানুল্লাহ বলেন, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মনোযোগ বৃদ্ধি নিশ্চিত করতে কারিকুলাম সংস্কার, কলেজ মনিটরিংয়ের ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অ্যাসাইনমেন্টের নামে কলেজে এখন যা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে শিক্ষকদের বিরত থাকতে হবে। প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য কাজে সম্পৃক্ততা বাড়াতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, উপাচার্য দপ্তরের পরিচালক ও সচিব আমিনুল আক্তার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এএএইচ/ইএ