ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

জাতীয়করণ দাবি

বেসরকারি শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষা উপদেষ্টা শিগগির এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসবভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠকে শিক্ষকদের এমন আশ্বাস দেন। বৈঠকে অংশ নেওয়া শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন।

শিক্ষকদের প্রতিনিধিরা জানান, আলোচনা সভায় অতিরিক্ত সচিব হুমায়ুন কবির শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, আপনাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে। সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি, দ্রুত শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। আপনাদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণপ্রত্যাশী শিক্ষকরা বলছেন, সরকারের কোনো প্রতিনিধিদল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

তারা আরও বলেন, আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারাদেশ থেকে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা ছয়দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। রোববার (১৭ ফেব্রুয়ারি) অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

এএএইচ/এমআইএইচএস

বিজ্ঞাপন