লং মার্চ টু সচিবালয়
শিক্ষক নেতাকে ‘দোসর’ আখ্যা দিয়ে মারধর, পুলিশে সোপর্দ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এসময় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে মারধর করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিক তা জানা যায়নি।
কাওছার আহমেদের ডাকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষকদের অভিযোগ, বিএনপিপন্থি কিছু শিক্ষক ও দুর্বৃত্তরা হঠাৎ তাদের ওপর হামলা চালিয়েছেন। তারা শিক্ষক সমিতির নেতা কাওছার আহমেদকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে মারধর করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে কয়েকশ শিক্ষক-কর্মচারী বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ও শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন। সবশেষ তারা লংমার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেন।

এ কর্মসূচিতে অংশ নিতে কাওছার আহমেদ ও তার অনুসারী শিক্ষক-কর্মচারীরা বুধবার সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছিলেন। কর্মসূচি শুরুর আগেই শিক্ষক-কর্মচারী পরিচয় দিয়ে আরেকটি পক্ষ তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
একপর্যায়ে তারা বিটিএ সভাপতি কাওছার আহমদকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারতে থাকেন। পরে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় হামলাকারীরা কাওছার আহমেদকে পুলিশে সোপর্দ করেন।
শিক্ষক নেতা শেখ কাওছার আহমেদকে আটক নাকি হেফাজতে নেওয়া হয়েছে, তা জানাতে পারেননি শাহবাগ থানা পুলিশ। এ বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর। তিনি জাগো নিউজকে বলেন, ‘ঝামেলা হচ্ছিল। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে একজনকে থানায় নিয়ে গেছে।’
এএএইচ/এসএনআর/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান