ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংঙ্কিংয়ে ২০ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪১ এএম, ১৮ জুন ২০২৫

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৫ সালের ইমপ্যাক্ট র‌্যাংঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (১৮ জুন) এ র‌্যাংঙ্কিং প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এবারের র‌্যাংঙ্কিংয়ে বাংলাদেশের আটটি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে।

র‌্যাংঙ্কিংয়ে সামগ্রিকভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং বিশ্বব্যাপী ১০১-২০০তম অবস্থানের মাঝে রয়েছে। তালিকায় ৬০১-৮০০তম স্থানে থেকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র‌্যাংক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তালিকায় এবার আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালগুলো মধ্যে প্রথম স্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তাছাড়া তালিকায় বাকি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে যথাক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এছাড়া তালিকায় থাকা বাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বরেন্দ্র ইউনিভার্সিটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৭টি নির্দিষ্ট ক্যাটাগরির ওপর ভিত্তি করে র‌্যাংঙ্কিংটি প্রস্তুত করা হয়েছে। এবারের তালিকায় ১ নম্বরে আছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়। এরপরেই আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি।

এএএইচ/এমআরএম/এমএস

বিজ্ঞাপন