ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির আবেদন পেছালো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৩ জুলাই ২০২৫

কারিগরি ত্রুটির কারণে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির অনলাইন আবেদনের তারিখ পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত এ আবেদন করা যাবে। এর আগের ঘোষণা অনুযায়ী আবেদন শুরুর কথা ছিল আজ বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করার লক্ষ্যে গত ২৬ জুন গণবিজ্ঞপ্তির আলোকে ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হলো। এসময়ে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট অথবা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট  অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট- Online Ebtedie MPO Application শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীন কোনো দপ্তরে গ্রহণ করা হবে না।

এদিকে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্ত করার সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদ্ধতিতে ‌‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।

এএএইচ/কেএসআর/জিকেএস