ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ হলে শিক্ষক-কর্মচারীদের বেতন কত হবে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৬ জুন ২০২৫
ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার্থী থাকতে হবে/ ফাইল ছবি

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির দাবিতে টানা আন্দোলনে নামেন শিক্ষকরা। তাদের দাবির মুখে সরকার ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দেয়। সেই ঘোষণা অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা প্রকাশ করেছে সরকার। এ নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগসহ সব কার্যক্রম চলবে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় এ নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এতে সই করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

নীতিমালায় ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ, যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেল প্রকাশ করা হয়েছে।

প্রধান শিক্ষক পদে নিয়োগ, যোগ্যতা ও বেতন

ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক দশম গ্রেডে (১৬০০০-৩৮৬৪০) বেতন-ভাতা পাবেন। প্রধান শিক্ষক পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগ দেওয়া যাবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছর। তবে ইনডেক্সধারী অথবা পূর্বে নিয়োগপ্রাপ্তদের জন্য বয়সসীমা শিথিল করা হবে। এ পদে পদোন্নতির জন্য যোগ্য বিভাগীয় প্রার্থী না পেলে সরাসরি নিয়োগ করা যাবে।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি, হাদিস, কোরআন, দাওয়াহ, ইসলামি স্টাডিজ বিষয়ে স্নাতক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী শিক্ষক (সাধারণ)

সহকারী শিক্ষক (সাধারণ) পদে ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০) বেতন-ভাতা পাবেন। এ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ ৩৫ বছর। তবে ইনডেক্সধারী অথবা পূর্বে নিয়োগপ্রাপ্তদের জন্য বয়সসীমা শিথিল করা হবে।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি, হাদিস, কোরআন, দাওয়াহ, ইসলামি স্টাডিজ বিষয়ে স্নাতক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

সহকারী শিক্ষক (বিজ্ঞান)

সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদে ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০) বেতন-ভাতা পাবেন। এ পদেও সরাসরি নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ ৩৫ বছর। তবে ইনডেক্সধারী অথবা পূর্বে নিয়োগপ্রাপ্তদের জন্য বয়সসীমা শিথিল করা হবে।

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ হলে শিক্ষক-কর্মচারীদের বেতন কত হবে?

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে বিজ্ঞান বিষয়ে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি, হাদিস, কোরআন, দাওয়াহ, ইসলামি স্টাডিজ বিষয়ে স্নাতক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

সহকারী শিক্ষক (আরবি)

সহকারী শিক্ষক (আরবি) পদে ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০) বেতন-ভাতা পাবেন। এ পদে পদোন্নতি ও সরাসরি নিয়োগ দুটিই দেওয়া যাবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে ইনডেক্সধারী অথবা পূর্বে নিয়োগপ্রাপ্তদের জন্য বয়সসীমা শিথিল করা হবে।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে বিজ্ঞান বিষয়ে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি, হাদিস, কোরআন, দাওয়াহ, ইসলামি স্টাডিজ বিষয়ে স্নাতক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। আরবি ভাষায় ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাবেন।

সহকারী শিক্ষক (ক্বারি/নুরানি)

সহকারী শিক্ষক (আরবি) পদে ১৬তম গ্রেডে (৯৩০০-২২৪৯০) বেতন-ভাতা পাবেন। এ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৫ বছর। তবে ইনডেক্সধারী অথবা পূর্বে নিয়োগপ্রাপ্তদের জন্য বয়সসীমা শিথিল করা হবে।

স্বীকৃত যে কোনো বোর্ড হতে দাখিল মুজাব্বিদ বা আলিম মাহির পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। অথবা কওমি মাদরাসা থেকে দাওরা হাদিস এবং রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠান থেকে নুরানি হাফিজ ক্বারি বা হাফেজে কোরআনকে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মচারীর নিয়োগ-যোগ্যতা ও বেতন

ইবতেদায়ি মারদাসায় কর্মচারীরা (অফিস সহায়ক) ২০তম গ্রেডে (৮২৫০-২০০১০) বেতন-ভাতা পাবেন। এ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে দাখিল/ সমমান অথবা কওমি মাদরাসা থেকে দশম শ্রেণি পাস হতে হবে।

এএএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।