প্রাথমিকে স্থগিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান হবে ৩১ জুলাই
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানামালা স্থগিত করেছিল সরকার। সেজন্য দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েও গত ২২ থেকে ২৪ জুলাইয়ের সব অনুষ্ঠান স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
স্থগিত এ অনুষ্ঠানামালার নতুন সূচি প্রকাশ করেছে মন্ত্রণালয়। নতুন আদেশ অনুযায়ী- শুধুমাত্র ২৪ জুলাই স্থগিত হওয়ায় অনুষ্ঠান আগামী ৩১ জুলাই আয়োজন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সই করা গত ২৩ জুলাইয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর ২২-২৪ জুলাই তারিখ পর্যন্ত নির্ধারিত অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে। এ কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৪ জুলাই তারিখের অনুষ্ঠানসমূহ আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের আদেশের তথ্যমতে, ৩১ জুলাই তিনটি অনুষ্ঠান হবে। সেগুলো হলো-
১. শিশু শহীদদের স্মরণে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জুলাইকেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক কর্মসূচি।
২. প্রতিটি পিটিআইয়ে প্রশিক্ষণার্থী এবং সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে জুলাই অনির্বানসহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা।
৩. প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই চব্বিশ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা।
এএএইচ/জেএইচ/এমএস