ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তির আবেদন শুরু, সুযোগ পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৯ জুলাই ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের জন্য ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’র আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল, বিশেষ চাহিদাসম্পন্ন ও মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তিতে মনোনীত করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তির জন্য কলেজের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপলোড করতে হবে।

কারা আবেদন করতে পরবেন

শিক্ষাবর্ষ অনুযায়ী নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ২০২০-২১ শিক্ষাবর্ষের হতে হবে।

স্নাতক (সম্মান) পর্যায়ে দ্বিতীয় বর্ষে ২০২২-২৩, তৃতীয় বর্ষে ২০২১-২২ এবং চতুর্থ বর্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে) আবেদন করতে পারবেন।

মাস্টার্স প্রিলিমিনারি পর্যায়ে ২০২০-২১ এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা (অনার্সের ফলাফলের ভিত্তিতে) আবেদন করতে পারবেন।

বৃত্তি পাবেন কতজন, সুপারিশ কীভাবে

প্রতিবছর এ বৃত্তি দেওয়া হবে। ২০২৪ সালের জন্য দুই হাজার ৪০ জনকে বৃত্তি দেওয়া হয়েছিল। প্রতিটি কলেজ থেকে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির সুপারিশ করা যাবে। শিক্ষার্থীর মোট সংখ্যা ১ থেকে ৫০০ হলে সর্বোচ্চ ২ জন, ৫০১ থেকে ৫ হাজার হলে ৫ জন এবং ৫ হাজারের বেশি হলে সর্বোচ্চ ১০ জনকে বৃত্তির জন্য সুপারিশ করা যাবে। তবে এ সীমা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

কীভাবে আবেদন করা যাবে

আবেদনের জন্য শিক্ষার্থীদের ওয়েবসাইটে গিয়ে ‘College Login’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘শিক্ষাবৃত্তি তথ্য’ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও ডকুমেন্ট আপলোড করতে হবে।

শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।

কত টাকা করে পাবেন

বৃত্তির অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন সহায়তা দেওয়া হবে। মনোনীত শিক্ষার্থীরা এককালীন ৬ হাজার টাকা করে পাবেন।

জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মোট শিক্ষার্থী ৩১ লাখ ৭০ হাজারের বেশি, যা দেশে উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭২ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ আছে দুই হাজার ২৫৭টি। জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩২ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন।

এএএইচ/এমকেআর/এমএস