শাহবাগ ব্লকেড করলেন শিক্ষকরা, যান চলাচল বন্ধ
দাবি আদায়ে শাহবাগ অবরোধ করেছেন শিক্ষকরা/ছবি: মাহবুব আলম
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে এবার শাহবাগ ব্লকেড করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা।
শাহবাগ অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। এর আগে শিক্ষকরা যেন শাহবাগে প্রবেশ করতে না পারেন সেজন্য শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। পরে ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষকরা।
এনএস/ইএ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান