এইচএসসির নির্বাচনি পরীক্ষা-ফরম পূরণের তারিখ ঘোষণা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী- সব কলেজকে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। আর ১ মার্চ থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হবে।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. কামাল উদ্দিন হায়দারের সই করা ‘অতীব জরুরি’ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বোর্ডের ঘোষিত এ তারিখই সবগুলো বোর্ড অনুসরণ করে থাকে।
এতে বলা হয়, উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।
আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের সময়সূচি, পরীক্ষার ফিসহ অন্যান্য বিষয় পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এএএইচ/এমএএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল শিগগির, ভোটের আগেই ভাইভা
- ২ অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’
- ৩ ‘হ্যাঁ’ ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে
- ৪ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়
- ৫ প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে রোববার