ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

ঝিনাইদহ ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৮ আগস্ট ২০১৬

এবছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বছর ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৫১ এবং মানবিক বিভাগ থেকে ১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

কলেজর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলেও জানান কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী।

আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি