ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর

প্রকাশিত: ০২:০২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হল। শুক্রবার দুপুর আড়াইটাই বিতর্ক প্রতিযোগিতার ২২ তম আসরের জাবির প্রতিপক্ষ হিসেবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল।

এবারের বিতর্কের বিষয় ছিল- সাংস্কৃতিক জাগরণই পারে হরতাল-অবরোধের মত নৈরাজ্যকর কর্মসূচির অবসান ঘটাতে। সনাতনী পদ্ধতিতে অনুষ্ঠিত এই বিতর্কে বিজয়ীরা বিপক্ষ দলের ভূমিকা পালন করে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অডিটোরিয়াম হলে এ বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ টেলিভিশন। বির্তক অনুষ্ঠানের সভাপতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান।

এএইচ/পিআর