ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

শীর্ষে লালমনিরহাট

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর দেশ সেরা হয়েছে লালমনিরহাট জেলা। এ জেলায় পাসের হার শতকরা ৯৯ দশমিক ৮৮ ভাগ।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন। অন্যদিকে ইবেতেদায়ি পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ শীক্ষার্থী অংশ নিয়ে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন উত্তীর্ণ হয়। অর্থাৎ পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ।  

এএসএস/এসএইচএস/এএইচ/জেআইএম