ক্ষুদে শিক্ষার্থীদের বড় আয়োজন
জাতীয় পর্যায়ে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আসিফ উজ জামান।
দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মোরগ লড়াই, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, ভারসাম্য দৌড় ও অংক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। মঙ্গলবার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, মহানগর, উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এবং একই দিনে পুরস্কার বিতরণ করা হবে।
কবিতা-ছড়া, চিত্রাঙ্কন, নৃত্য, সুন্দর হাতের লেখা, পল্লীগীতি-লোকগীতি, দেশাত্মবোধক গান, একক অভিনয় ইত্যাদি আয়োজিত হবে।
এমএইচএম/এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান