সাফল্যের ধারাবাহিকতায় চট্টগ্রামের কাগতিয়া মাদরাসা
প্রতি বছরের মতো এ বছরও আলিম পরীক্ষায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। মাদরাসার ভালো ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুব উচ্ছ্বসিত ও আনন্দিত।
তারা এজন্যে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সাফল্যের নেপথ্যে মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)’র দোয়া এবং মাদরাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদীর সার্বক্ষণিক মনিটরিং প্রধান ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারা বলেন, শিক্ষার সব উপকরণ, সুযোগ-সুবিধার পাশাপাশি ক্যাম্পাসে লেখাপড়ার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা গেলে সাফল্য আসবেই, যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো কাগতিয়া কামিল এম এ মাদরাসা।
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান