বিজ্ঞান মনস্ক জাতি গঠনে গবেষণা কর্মে নিয়োজিত হওয়া জরুরি
প্রতীকী ছবি
বিজ্ঞান মনষ্ক জাতি গঠনের জন্য ছাত্র অবস্থা থেকেই পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি বিজ্ঞানের বিষয়ে অধ্যয়ন, প্রদর্শনী, সেমিনার ও গবেষণা কর্মে নিয়োজিত হওয়া অত্যন্ত জরুরি। বুধবার ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর তুহিন আফরোজা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ, বিজ্ঞান মেলা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ননী গোপাল সরকার।
বক্তৃতা শেষে অনুষ্ঠানের বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, রোবর্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আরএস/আরআই