রোহিঙ্গা ইস্যুতে শিক্ষক পরিষদের প্রতিবাদ সমাবেশ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও জাতিগত নিধন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের ওপর যে অমানবিক নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞ পরিচালিত হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে নানা প্রতিকূলতা ও ঝুঁকি সত্ত্বেও বাস্তুভিটাচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
রোহিঙ্গা সমস্যা সমাধান অনতিবিলম্বে কফি আনানের সুপারিশ বাস্তবায়ন ও রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে বিশ্ব জনমত ও জাতিসংঘকে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানোনো হয়।
স্বাশিপ সহ-সভাপতি অধ্যাপক সাজিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, অধ্যক্ষ মো. সাজিদুল ইসলাম, অধ্যক্ষ সামসুল আলম, অধ্যক্ষ এ কে এম মোকছেদুর রহমান প্রমুখ।
এমএইচএম/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও