জবির `এ` ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ বিজ্ঞান অনুষদভুক্ত `এ` ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে এই ফল প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ১৬ হাজার ৯০০ জন (বিজ্ঞান ১৬ হাজার ৪৫৬, অন্যান্য ৪৪৪ জন) শিক্ষার্থী।
`এ` ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল এবং `বি` ইউনিটের আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, `এ` ইউনিটে ৭৯০টি আসনের (বিজ্ঞান- ৭৪৫, অন্যান্য-৪৫টি) বিপরীতে ৬১ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করে।
সর্বশেষ - শিক্ষা
- ১ ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন বেশি, কারণ কী
- ২ দাখিল-আলিমে কেউ পাস না করা ১১১ মাদরাসাকে শোকজ
- ৩ সাত কলেজ নিয়ে ৭ সিদ্ধান্ত-অগ্রগতি জানালো শিক্ষা মন্ত্রণালয়
- ৪ শিক্ষকদের পদোন্নতি দিতে শিক্ষা মন্ত্রণালয়ের ‘অনীহা’, বাড়ছে ক্ষোভ
- ৫ স্কুলে এক ধর্মের ৩০ শিক্ষার্থী থাকলে ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে