বেসরকারি শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতা প্রদান
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের (এমপিও) অর্থ ব্যাংকে জমা হয়েছে। মঙ্গলবার এ চেক ব্যাংকে পাঠানো হয়েছে বলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে।
মাউশির অর্থ শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, এমপিওভূক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার আটটি চেক জমা দেয়া হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব আ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন।
এমএইচএম/এএইচ/আইআই
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান