এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতন জমা
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে। আটটি চেকের মাধ্যমে নির্ধারিত চার ব্যাংকে বেতনের এ অর্থ জমা করা হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালকের (সাধারণ প্রশাসন) সাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল স্কুল-কলেজে নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন বাবদ চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে। আটটি চেকের মাধ্যমে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালি ব্যংকের স্থানীয় কার্যালয়ে এসব চেক জমা হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন-ভাতাদির সরকারি অংশের এ অর্থ উত্তোলন করতে পারবেন। ৭ জানুয়ারি অর্থ উত্তোলনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে বলেও বিজ্ঞতিতে জানানো হয়েছে।
এমএইচএম/এমবিআর/এএইচ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও