জানুয়ারির শেষের দিকে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি
চলতি মাসের শেষের দিকে ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। চিকিৎসক নিয়োগ দিতে এটি বিশেষ বিবিএস হবে বলে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) থেকে জানা গেছে।
বিপিএসসি সূত্র জানায়, ৩৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে। এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে আইনের কিছু সংশোধন করতে হবে। তাই প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিপিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জাগো নিউজকে বলেন, ‘৩৯তম বিসিএসের বিষয়টি সচিব কমিটিতে গিয়েছে। সেখান থেকে হয়ত দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজ আমাদের কাছে আসবে। সেটি হলেই আমরা এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’ এই মাসের শেষের দিকে ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, শুধু ডাক্তার নয়, দেশে ভালো শিক্ষক সংকট রয়েছে। তাই বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রয়োজন। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা দিতে হবে। তবেই বিপিএসসির পক্ষে বিশেষ পরীক্ষার আয়োজন করে যোগ্য বক্তিদের নিয়োগে সুপারিশ করা সম্ভব হবে।
বিপিএসসি সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৩৮তম প্রিলিমিনারির ফলাফল তৈরির কাজ আগামী সপ্তাহে শুরু হতে পারে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিতে এই বিসিএসের ফলাফল প্রকাশ হতে পারে।
পিএসসিসর ওই সূত্র আরও জানায়, ৩৮ ও ৩৯তম বিসিএসের পাশাপাশি ৩৬তম বিসিএসের নন-ক্যাডারদের নিয়োগ ও ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেয়ার কাজ করছে পিএসসি। সব মিলে চারটি বিসিএস নিয়ে কাজ করছে বিপিএসসি।
এমএইচএম/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান