সরকারি মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি) সূত্র।
সূত্র জানায়, ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।
৬ সেপ্টেম্বর এই পরীক্ষা নেয়ার প্রস্তুতির জন্য ইতোমধ্যে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, এই পরীক্ষা শুধু ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ১ হাজার ৩৭৫টি পদের বিপরীতে পিএসসিতে আবেদন করেন ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন প্রার্থী। পরীক্ষা গ্রহণের জন্য কমিশনের নিজস্ব কোনো হল না থাকায়, এত বিপুলসংখ্যক প্রার্থীর পরীক্ষা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে কর্ম-কমিশনকে গ্রহণ করতে হয়।
জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান