বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর হচ্ছে না। এই তারিখ পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। রোববার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শনিবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের জরুরি অধিবেশনে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষার তারিখ ছাড়া বুয়েটের ভর্তি পরীক্ষাসংশ্লিষ্ট অন্য সব তারিখ অপরিবর্তিত থাকবে। অনলাইনে ভর্তির আবেদন ও আবেদন ফি আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জমা দেয়া যাবে। বুয়েটের রেজিস্ট্রার কার্যালয়ে ১ থেকে ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ই, টি, আর ও এস-চিহ্নিত আবেদনপত্র সরাসরি জমা দেয়া যাবে। ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য প্রার্থীদের নামের তালিকা ১৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। কেবল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরীক্ষার পরিবর্তিত তারিখের সঙ্গে সমন্বয় করা হবে।’
বুয়েটে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া গত ৩১ আগস্ট সকাল থেকে শুরু হয়েছে। এবার ১২টি বিভাগে প্রথম বর্ষে মোট ১ হাজার ৬০ জন শিক্ষার্থী ভর্তি করবে বুয়েট।
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে স্পোর্টস কার্নিভাল
- ২ প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
- ৩ স্কুলে শারীরিক নির্যাতনের শিকার ৫৬% শিশুশিক্ষার্থী, নেই নজরদারি
- ৪ ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির জরুরি নির্দেশনা
- ৫ অধ্যাদেশ জারির পর যেভাবে চলবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি