ন্যাশনাল আইডিয়ালে ভর্তি ফরম বিতরণ শুরু
ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে। বাংলা মাধ্যমে আগামী ২৫ নভেম্বর ও ইংরেজি মাধ্যমে ২৩ নভেম্বর পর্যন্ত ফরম বিতরণ করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল্লাহ বলেন, ৩ নভেম্বর থেকে বনশ্রী ও খিলগাঁও শাখা থেকে ফরম বিতরণ করা হচ্ছে। ফরমের মূল্য রাখা হচ্ছে দুইশ’ টাকা। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিতরণ করা হবে বলে জানান তিনি।
এনএম/জেডএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান