ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজে ভর্তি শুরু

ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজে ছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মদিবসের প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ফরম সংগ্রহ করা হবে। বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নার্সারী শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ফরম তুলে জমা দেয়া যাবে। ৫ ডিসেম্বর প্রাথমিক বাছাই ও ৭ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে। প্রথম, অষ্টম ও নবম শ্রেণির বাংলা মাধ্যম এবং দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইংরেজি ভার্সনে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফরম তুলে জমা দেয়া যাবে।
১৫ ডিসেম্বর লিখিত পরীক্ষা শেষে ২০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। তবে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে ষষ্ঠ ও নবম শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করা হবে।
এনএম/জেড্এইচ
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ সিলেবাস সংস্কারে ইউনিসেফের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি সই
- ২ শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে গাছের চারার চাহিদা চেয়েছে মাউশি
- ৩ স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার শুরু ১৮ জুলাই
- ৪ আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে দায়িত্ব থেকে সরালো ঢাকা বোর্ড
- ৫ প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত, বদলে যাচ্ছে আরও ৪ পদের নাম