দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করেছে বেরসকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ক কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার রাতে এ ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে স্কুল-২ পর্যায়ে পাস করেছে ৭১৯ জন। পাসের হার ৮৬ শতাংশ।
স্কুল পর্যায়ে পাস করেছে ২৪ হাজার ৭৪৩ জন, পাসের হার ৭৭ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া কলেজ পর্যায়ে পাস করেছে ২১ হাজার ৫৭৭ জন, পাসের হার ৭৬ দশমিক ৪৮ শতাংশ।
যারা পাস করেছেন তাদের মোবাইল ফোনে এসএসএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া http://ntrca.teletalk.com.bd%20/ এই ওয়েবসাইটে ফলাফল দেয়া হয়েছে।
কিন্তু ফল প্রকাশের পর থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে বিঘ্ন ঘটছে। প্রসঙ্গত, গত ২৮ ও ২৯ অক্টোবর সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এনএম/বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুত, যে কোনো সময় প্রকাশ
- ২ গোয়েন্দা সংস্থার তদন্তেও প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি: অধিদপ্তর
- ৩ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ব্যাংকিং বিভাগ চালু
- ৪ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ৫ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা