করোনায় সকালে স্ত্রী, বিকেলে স্বামীর মৃত্যু

করোনা কেড়ে নিলো আরও দুজন সাবেক শিক্ষা কর্মকর্তাকে। তাদের মধ্যে একজন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ ও তার সহধর্মিণী জুলেখা খাতুন ইডেন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তারা দুজন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান স্ত্রী জুলেখা খাতুন। বিকেলে নাজিম উদ্দিন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রোববার মাউশির একাধিক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন। তারা বলেন, ‘জুলেখা ভাবি আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু স্যার সুস্থ ছিলেন। গত দুই সপ্তাহ আগে তিনি মাউশিতে এসেছিলেন। কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন।’
২০০৭ সালে মাউশির মহাপরিচালক ছিলেন নাজিম উদ্দিন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমএইচএম/জেএইচ/পিআর
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট
- ২ হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন ঢাকা কলেজের চার রোভার
- ৩ শিক্ষক নিয়োগে ৩০ শতাংশ নারী কোটা বহাল রাখার দাবি মহিলা পরিষদের
- ৪ শিক্ষক নিয়োগের ভাইভার ডাক পাবেন শূন্যপদের দ্বিগুণ প্রার্থী
- ৫ এনটিআরসিএ’র শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে বড় পরিবর্তন