নন এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ রোববার
ফাইল ছবি
এমপিওভুক্তির দাবিতে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার তারা এ ঘোষণা দেন।
এমপিওভুক্তির দাবিতে ২৭ দিন ধরে অনশনসহ নানা কর্মসূচি পালন করছেন জাতীয় প্রেসক্লাবের সামনে। কর্মসূচি পালন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মিলেনি। এ অবস্থায় রোববার শিক্ষক সমাবেশের ঘোষণা দিয়েছেন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এরশাদ আলী বলেন, এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ সফল করতে সারা দেশে সব নন-এমপিও শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।
এনএম/একে/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান