এসএসসি ইংরেজি ভার্সনের অ্যাসাইনমেন্ট প্রকাশ

চলতি বছরের এসএসসি ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য প্রথম ধাপে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। অধিদফতরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত অফিস আদেশ বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রকাশ করা হয়।
আদেশে জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও গ্রিড (ইংরেজি ভার্সন) প্রণয়ন করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যা প্রথম ধাপে তিন সপ্তাহের জন্য বিতরণ করা হলো। ইংরেজি ভার্সন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এতে আরও জানানো হয়, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণনেচ্ছু শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে বিতরণ করা অ্যাসাইনমেন্ট ও গ্রিড (ইংরেজি ভার্সন) সকল শিক্ষার্থীকে প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।ৎ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমএইচএম/বিএ/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে দায়িত্ব থেকে সরালো ঢাকা বোর্ড
- ২ প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত, বদলে যাচ্ছে আরও ৪ পদের নাম
- ৩ নটর ডেম-হলিক্রসসহ মিশনারি ৪ কলেজে একাদশে ভর্তির খুঁটিনাটি
- ৪ ৭ কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে, থাকছে সেকেন্ড টাইম
- ৫ প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব