ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের তথ্য এনটিআরসিএতে পাঠানোর নির্দেশ
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের আগামী ২৬ জুনের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (১৮ মে) এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘তৃতীয় নিয়ােগ বিজ্ঞপ্তির আওতায় যারা এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যােগদান করেছেন। কিন্তু পদ সংক্রান্ত জটিলতা, জাতীয়করণ, ভুল চাহিদা ইত্যাদি কারণে এমপিওভুক্ত হতে পারেননি, কিংবা সুপারিশপ্রাপ্ত হয়ে কোনাে শিক্ষাপ্রতিষ্ঠানে যােগদান করতে পারেননি, তাদের আগামী ২৬ জুন বিকেল ৫ টার মধ্যে হক অনুসারে প্রয়ােজনীয় তথ্যপ্রমাণসহ এনটিআরসিএর কার্যালয়ে সরাসরি আবেদনপত্র পৌঁছানাের জন্য অনুরােধ করা হলো।’
এতে আরও বলা হয়, ‘আবেদনপত্রের সঙ্গে এনটিআরসিএ ইস্যু করা নিয়ােগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়ােগ সুপারিশ পেয়েছেন সে আবেদনপত্র বা এপ্লিকেন্টস কপি এবং এনটিআরসিএর নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। যারা এ বিষয়ে এর আগে এনটিআরসিতে আবেদন করেছেন তাদেরও ছক অনুযায়ী তথা/প্রমাণসহ পুনরায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।’
যারা নন-এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এ ধরনের আবেদন করার প্রয়োজন নেই। ২৬ জুনের পরে এ ধরনের কোনো আবেদন দেওয়া হবে না।
ছকে যা পূরণ করতে হবে:
১. প্রার্থীর নাম ও মোবাইল নম্বর
২. রোল ও ব্যাচ
৩. পদ/বিষয়
৪. সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ও ইআইআইএন নম্বর
৫. এমপিও না হওয়া/যোগদান না করার কারণ (সংক্ষেপে)।
এমএইচএম/এমএএইচ/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ দৃষ্টিপ্রতিবন্ধীদের পরীক্ষা দেওয়া সহজ করতে অভিন্ন নীতিমালা জারি
- ২ শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সূচি পরিবর্তন
- ৩ শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ করছে না পে-কমিশন
- ৪ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস-অনিয়ম তদন্ত হবে: ডিজি
- ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশ ও নির্বাচনি প্রচার-প্রচারণা নিষিদ্ধ