চট্টগ্রামে প্রথমবারের মতো লক্ষাধিক এসএসসি পরীক্ষার্থী
সকল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টির্ফিকেট (এসএসসি) ও সমমানের ২০১৬ সালে পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এরমধ্যে প্রথম বারের মত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জাগো নিউজে জানান, বোর্ডের অর্ধীনে প্রথম বারের মত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। এর মধ্যে মোট পরীক্ষার্থীর ৫৩ দশমিক ৯০ শতাংশই ছাত্রী।
জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ১২ হাজার ৯৫৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৭০০ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ২৪ হাজার ২৫৯ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার (২০১৬ সাল) এসএসসি পরীক্ষায় এ বোর্ডের অধীনে নগরী ও জেলার এক হাজার বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ৭০৩ জন নিয়মিত, ১৪ হাজার ১৮৫ জন অনিয়মিত এবং ৭১ জন মানোন্নয়ন পরীক্ষার্থী।
সূত্রে আরো জানা যায়, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলার ১০২টি, কক্সবাজার জেলায় ২৩টি, রাঙ্গামাটি জেলার ১৭টি, খাগড়াছড়ি জেলার ১৭ এবং বান্দরবান জেলার ১০টি কেন্দ্র মিলে মোট ১৬৯টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষা পর্যবেক্ষণের জন্য ৭২টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে।
জীবন মুছা/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন বেশি, কারণ কী
- ২ দাখিল-আলিমে কেউ পাস না করা ১১১ মাদরাসাকে শোকজ
- ৩ সাত কলেজ নিয়ে ৭ সিদ্ধান্ত-অগ্রগতি জানালো শিক্ষা মন্ত্রণালয়
- ৪ শিক্ষকদের পদোন্নতি দিতে শিক্ষা মন্ত্রণালয়ের ‘অনীহা’, বাড়ছে ক্ষোভ
- ৫ স্কুলে এক ধর্মের ৩০ শিক্ষার্থী থাকলে ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে