ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে ৫ দিনের কর্মশালা

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে পাঁচ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালা চলবে ৩১ মার্চ পর্যন্ত। এখান থেকেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের পরিমার্জনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আরও পড়ুন: স্থায়ী হলো কারিগরির ৫৫ শিক্ষক-কর্মকর্তার চাকরি
রোববার ব্র্যাক সিডিএম সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী। এতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফাহাদুল ইসলাম, ড. জাফর ইকবাল, আবুল মোমেন, ড. স্বরোচিষ সরকার, ড. নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট লেখকরা।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা পেছনে ফেরত যাবো না। সামনে যাবো। ২০০ বছর ধরে প্রশ্ন ও উত্তর প্রদান নির্ভর শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়েছিলাম আমরা। ফলে মুখস্তবিদ্যার প্রচলন হয়। মুখস্তবিদ্যা মনে থাকে না। আমাদের শিক্ষাকে আনন্দময় করা এবং শিক্ষার্থীদের ভাবতে শেখানো, বিশ্লেষণ করতে শেখানো, সবাই মিলে করা- এসব নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শেখানো হবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য চেয়েছে এনটিআরসিএ
তিনি আরও বলেন, কেউ কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করছে। এরমধ্যে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায় জড়িত, নোট বই, গাইড বই ব্যবসায় জড়িত এবং কিছু শিক্ষক রয়েছেন, যারা কোচিং করায় তারা নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এই কারিকুলামের বিরোধিতা করছে।
এমএইচএম/জেডএইচ/এএসএম