স্থায়ী হলো কারিগরির ৫৫ শিক্ষক-কর্মকর্তার চাকরি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৭ মার্চ ২০২৩

কারিগরি শিক্ষার ৫৫ শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। তাদের মধ্যে চারজন কারিগরি ক্যাডারভুক্ত শিক্ষক ও অন্যরা ননক্যাডার শিক্ষক-কর্মকর্তা। রোববার (২৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৭ এর উপবিধি ১ ও ২ অনুযায়ী কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারভুক্ত চারজন শিক্ষক/কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে ননক্যাডার পদের ৪৯ শিক্ষক/কর্মকর্তা ও ইনস্ট্রাক্টরের চাকরি স্থায়ী করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, সারাদেশে কারিগরি স্কুল-কলেজে অনেক শিক্ষক ও ইনস্ট্রাক্টরের পদ খালি রয়েছে। এসব পদে প্রায় ৬০ শতাংশ খালি। গুরুত্বপূর্ণ এসব পদ শূন্য রেখেই কোনোমতে দায়সারা ক্লাস-পরীক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষার্থীদের সিলেবাস শেষ করানো হচ্ছে। অনেক ডিপ্লোমা কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়াই কোর্স শেষ করানো হচ্ছে। সে কারণে দিন দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিগ্রির মান কমে যাচ্ছে।

এমএইচএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।