কারিগরিতে স্থগিত ৪ বিষয়ের এইচএসসি পরীক্ষার নতুন সূচি নির্ধারণ
ফাইল ছবি
দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে বাংলাদেশ কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম/বিএমটি) ও একাদশ-দ্বাদশ শ্রেণির ডিপ্লোমা-ইন-কমার্সের চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। রোববার (১৩ আগস্ট) বিকেলে এ চার বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেছে কারিগরি বোর্ড।
নতুন সূচি অনুযায়ী- কারিগরি বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) স্থগিত হওয়া প্রথম চার বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১৭, ১৯, ২১, ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
অন্যদিকে কারিগরি বোর্ডের অধীন একাদশ-দ্বাদশের ডিপ্লোমা-ইন-কমার্সের স্থগিত প্রথম চারটি বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময় যথাক্রমে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
আরও পড়ুন: ‘এইচএসসি পেছানোর দাবি নেই, ৫০ নম্বরের পরীক্ষা চাই’
টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে গত ১১ আগস্ট চট্টগ্রাম, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম ও মাদরাসা বোর্ডও এরইমধ্যে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা গ্রহণে নতুন সময়সূচি ঘোষণা করেছে।
চট্টগ্রাম বোর্ড
চট্টগ্রাম বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম-মাদরাসা বোর্ডের ৪ বিষয়ের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
মাদরাসা বোর্ড
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার তারিখও নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর হবে। ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) এবং আরবি সাহিত্যের (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয়পত্র ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এএএইচ/জেডএইচ/জিকেএস