ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের সাক্ষাৎ
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মার্ক ক্লেটন সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার বিকেলে ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এস সাক্ষাৎ অনুষ্ঠিহ হয়।
আলোচনায় ক্রস বর্ডার হায়ার এডুকেশন (সিবিএইচই), শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা অবকাঠামো, ইংরেজিতে যোগাযোগীয় দক্ষতা, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) এবং ভিসা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে ইউজিসি সূত্রে জানা গেছে।
এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর ম্যাট পিউসি উপস্থিত ছিলেন।
এনএম/এসকেডি/পিআর