তালা মহিলা কলেজে ইটপাটকেল নিক্ষেপ
পরীক্ষা ভালো না হওয়া সাতক্ষীরার তালা মহিলা ডিগ্রি কলেজে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, রোববার বিকেলে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় মহিলা কলেজের শিক্ষকরা ছাত্রদের কোনো রুপ সুযোগ-সুবিধা না দেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে হামলা চালায়।
মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্থানীয়দের বরাত দিয়ে জানান, মহিলা কলেজ কেন্দ্রে শিক্ষার্থীরা কোনো সুযোগ পায়নি। যে কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিল। এসময় তালা সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ সাদীর নেতৃত্বে দশ মিনিট ধরে ইটপাটকেল ও লাঠিসোঠা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ ব্যাপারে তালা সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ সাদী জানান, পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি ঘটনাস্থলে ছিলাম না। যারা হামলা চালিয়েছে তারা ছাত্রলীগের কেউ না। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এআরএ/এবিএস
সর্বশেষ - শিক্ষা
- ১ বিএসসি-ডিপ্লোমা দ্বন্দ্ব, সমাধানে সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার
- ২ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলের ফল প্রকাশ, পাস ৯৩.৬৩ শতাংশ
- ৩ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
- ৪ ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট শুরু
- ৫ গণভোট নিয়ে মাদরাসার শিক্ষকদের জরুরি নির্দেশনা