জিপিএ ৫ পাওয়ার খবর জানার আগেই বন্ধুর হাতে খুন
এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে। তবে সে খবর জানতে পারলো না বাবুল। ফল প্রকাশের কিছু সময় আগে বন্ধুর ব্যাটের আঘাতে প্রাণ যায় তার।
বুধবার সকালে মিরপুরের জনতা হাউজিং ধানক্ষেত মোড়ের পাশে একটি মাঠে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শিকদার মিরপুরের আদর্শনগর হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জাগো নিউজকে জানায়, সকাল ১১ টায় মাঠে ক্রিকেট খেলার সময় একটি নো-বলকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় বাবুলের এক বন্ধু তার মাথায় ব্যাট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে অচেতন হয়ে পড়ে। পরে আগারগাঁওয়ের ন্যাশনাল নিউরোসাইন্স মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাবুলের তিন বন্ধুকে আটক করা হয়েছে বলে জানান এসআই শাহজাহান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত বাবুলের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগরে। বর্তমানে সে তার বাবা-মার সঙ্গে মিরপুরের বড়বাগ বসতি হাউজিং এলাকার একটি বাড়িতে থাকতো।
এআর/এসএইচএস/এবিএস