কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করে ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি করতে নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। সোমবার (২০ জানুয়ারি) কারিগরি শিক্ষা বোর্ডের অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯-এর প্রবিধি ৩৯-এর আওতায় সব কারিগরি প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনপূর্বক আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কমিটির সদস্যদের যোগ্যতার বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং এসএসসি (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে।
এএএইচ/এমআইএইচএস
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ যোগ্য প্রার্থী না থাকায় শূন্যই থেকে গেলো ৫৮৪১৫ শিক্ষক পদ
- ২ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- ৩ এমপিওভুক্তিতে জালিয়াতি, মাউশির ডিজিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
- ৪ শিক্ষক-সহপাঠীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ, এক শিক্ষার্থী বহিষ্কার
- ৫ একাদশে ভর্তির প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার আবেদন, ফল বুধবার
