ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

ডা. অপূর্ব চৌধুরীর নতুন বই ‘অনুকথা’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ডা. অপূর্ব চৌধুরীর নতুন বই ‘অনুকথা’। বইটি মন, দর্শন, জীবন সিরিজের পঞ্চম খণ্ড। প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র। প্রচ্ছদ করেছেন খন্দকার সোহেল। মলাট মূল্য রাখা হয়েছে ৪৭০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১৩ নম্বর প্যাভিলিয়নে।

২০১৫ সালে যাত্রা শুরু অনুকথার। ছোট কিন্তু গভীরে স্ফুলিঙ্গ ছড়ানো জীবন কথার তীর ছোঁড়া একেকটি পূর্ণ অভিব্যক্তির বিপুল সমাবেশ পুরো বইটি। অপূর্ব চৌধুরীর ভাষায়, ‘গভীর চিন্তার আকর্ষণ কম; আকর্ষণীয় চিন্তার গভীরতা কম।’ মন, দর্শন এবং জীবনের স্লোগান নিয়ে লেখক তাই দৃঢ় প্রত্যয়ে বলেন, ‘ভালো বই জন্ম নেয়; জনপ্রিয় বইগুলো তৈরি করা হয়।’

মানুষ জন্মে এক টুকরো সাদা কাগজের মন নিয়ে। দিন বাড়ে, মনের কাগজে পড়ে সময়ের রং। কখনো ধূসর, কখনো রঙিন। ভারী হতে থাকে জীবন পাতার সঞ্চয়। কালে কালে বোধের পোতাশ্রয়ে ঘর বাঁধে অভিজ্ঞতার শিকড়। জন্ম নেয় জীবন দর্শন। লেখক তার নাম দেন অনুকথা। জীবনের এই দর্শন জীবনকে ভাবায়, জীবনকে ভালোবাসায়, জীবনের পথে পথে হেঁটে হেঁটে দেখায় এক জীবনের অন্তরালে বহুধা জীবনের বন্ধন।

২০১৫-২০১৮ সালে ধারাবাহিকভাবে চারটি খণ্ড প্রকাশের পর লেখকের স্বভাবসুলভ বিচিত্র খেয়াল বৈচিত্র্যময় লেখায় জড়িয়ে যাওয়ায় অনুকথার পরবর্তী প্রকাশ থেমে যায়। ততদিনে বইটি হয়ে ওঠে একটি সিরিজ। লেখক ছাড়তে চাইলেও অনুকথা লেখককে ছাড়ে না। পাঁচ বছর বিরতির পর অনুকথা পঞ্চম খণ্ড জীবনের গতিশীল দর্শনের মনস্তাত্ত্বিক উপলব্ধির এক অনন্য ধারাবাহিক সংযোজন হয়ে আবারও হাজির হয় পাঠকের ডেরায়। পৃষ্ঠা সংখ্যায় অনুকথা ডাউস নয় কিন্তু বোধের পেল্লায় বিস্তৃত তার স্ফুটন। অনুকথার পাতায় পাতায় ছড়িয়ে আছে বিশাল জীবনের এক বিচিত্র প্রকাশ। পড়তে পড়তে পাঠকের মন হয়ে উঠবে এক স্বচ্ছ আকাশ।

এসইউ/জেআইএম

আরও পড়ুন