ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বই আলোচনা

হাজার রঙের ক্যানভাস: অনুভূতির মুখোমুখি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২০ পিএম, ০৫ জুলাই ২০২৫

রুশদী ফারসিন ইশান

তরুণ কবি ফাহমিদুল হাসানের ‘হাজার রঙের ক্যানভাস’ শুধু একটি কবিতার বই নয়। এটি যেন এক অনুভূতির রংপালেট। যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি ছন্দ, একটি করে বুকে লাগা অনুভবের রেখাচিত্র এঁকে দেয়। ফাহমিদুল হাসান তার এই কবিতা সংগ্রহে আমাদের নিয়ে গেছেন জীবনের আলো-অন্ধকার, প্রেম-বিরহ, সমাজ-সংকট, স্বপ্ন-ভাঙা আর মানুষের মনোজগতে।

বইয়ের কবিতাগুলো পাঠকের মনে বহু প্রশ্ন জাগায় নিজের অস্তিত্ব নিয়ে, ভালোবাসার সীমা নিয়ে, সময়ের নির্মমতা নিয়ে। কিছু কবিতা পাঠকের হৃদয়ে স্পর্শ করে নিঃশব্দে, আবার কিছু কবিতা পাঠককে ঝাঁকিয়ে দেয়; ভাবায় কিংবা একটুখানি হাসায়।

তার কবিতার ভাষা সহজ। শব্দচয়ন এমন, যেন খুব চেনা অথচ আগে এমনভাবে ভাবিনি। লেখার ভেতরে থাকে এক অদ্ভুত ব্যথার নান্দনিকতা, যে ব্যথা রঙিন হয় লেখকের কলমে। ফাহমিদুল হাসানের ভাষা সরল কিন্তু আরও ভাবাপন্ন হতে পারতো। কবিতায় ব্যবহৃত প্রতীক, উপমা ও চিত্রকল্পগুলো পাঠকের মনে স্থায়ী ছাপ না ফেললেও কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো নিঃসঙ্গতা উঠে আসে, যে পাঠক নিজেরই হারিয়ে যাওয়া অনুভূতিগুলোর মুখোমুখি দাঁড়িয়ে পড়ে।

আরও পড়ুন

ফাহমিদুল হাসানের লেখা বিশেষ ভালো লাগা কবিতা হলো ‘শান্তি দাও’, ‘আগন্তুক’, ‘ইনসমনিয়া’, ‘অপ্রাপ্তির মিছিল শেষে’ প্রভৃতি। ফলে ‘হাজার রঙের ক্যানভাস’ শুধুই ব্যক্তিগত অনুভূতির কথা নয়। এখানে সমাজ, বাস্তবতা, সময় ও অস্তিত্বের প্রশ্নও তীব্রভাবে ধরা দিয়েছে। কিছু কিছু কবিতায় মনে হবে, কবি যেন সময়ের এক নীরব দ্রষ্টা। যিনি শব্দের মধ্য দিয়ে জীবনের কঠিন সত্যগুলো তুলে ধরেছেন।

‘হাজার রঙের ক্যানভাস’ নামের মতোই—এই বই সত্যিই বহু রঙের, বহু স্তরের অনুভূতি দিয়ে আঁকা এক অন্তর্জাগতিক ক্যানভাস। এটি শুধু একটি কবিতার বই নয়—এটি একান্ত নিজস্ব, একাকী রাতগুলোর নিরব সঙ্গী। যারা সহজ শব্দচয়নের কবিতা পড়তে পছন্দ করেন তারা বইটি সংগ্রহ করতে পারেন। কেননা তার ভাষার গঠন সহজ, কিন্তু ভাবাপন্ন নয়। কবিতার ধরন সম্পর্ক, সময়, সমাজ ও আত্মার সংকট নিয়ে নির্মিত।

বইয়ের নাম: হাজার রঙের ক্যানভাস
কবি: ফাহমিদুল হাসান
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
প্রকাশক: দূরবীণ
পরিবেশক: কিংবদন্তী পাবলিকেশন
মূল্য: ৩৩৩ টাকা।

এসইউ/এমএস

আরও পড়ুন