বইমেলায় আসছে ‘বেদনার দুর্দিনে তুমি আমার প্রার্থনা হও’
আগামী অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কবি এমদাদ হোসেনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘বেদনার দুর্দিনে তুমি আমার প্রার্থনা হও’। বইটি প্রকাশ করছে বই চত্বর প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
কবি এমদাদ হোসেন তার নতুন কাব্যগ্রন্থে বিরহের দার্শনিক ভিত্তি নির্মাণ করেছেন। এটি কেবল প্রেমিকের রোদন নয় বরং একালের সচেতন মানুষের অস্তিত্ববাদী সংকট—যা লোকায়ত ভাষার সারল্যে প্রকাশিত। কাব্যের মূল সৌন্দর্য লুকিয়ে আছে বৈপরীত্যের মধ্যে। একদিকে গভীর আত্মদর্শন, অন্যদিকে অকৃত্রিম সরলতা।
এমদাদ হোসেনের কণ্ঠস্বর তার প্রথাগত সাহিত্যিক ভাষা থেকে বেরিয়ে এসেছে। তিনি যখন আঞ্চলিক ভাষার টানে কথা বলেন; তখন তা আর ব্যক্তিগত আক্ষেপ থাকে না। এই স্বীকারোক্তি মুহূর্তে সার্বজনীন হয়ে ওঠে। কবিতা এখানে ব্যাকরণের বেড়াজাল মানে না বরং পাঠকের একান্ত ব্যক্তিগত মন খারাপের দিনে বন্ধুকে বলা কথায় পরিণত হয়।
আরও পড়ুন
সুমন কুমার দত্তের প্রথম কাব্যগ্রন্থ ‘অলকানন্দা শহরে’
পাওয়া যাচ্ছে তানযীমের ‘জুলাই বিপ্লব ও অন্যান্য গল্প’
কাব্যগ্রন্থটি সম্পর্কের ক্ষেত্রে অহমিকা ও অধিকারবোধের বিলুপ্তি ঘোষণা করে। কবি প্রেমের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিজেই তার উত্তর দিয়েছেন। ভালোবাসা যখন আর আগলে রাখা যায় না; তখন জোর করার চেয়ে তাকে দূরে থেকে সম্মান জানানোই কবির ধর্ম।
কাব্যগ্রন্থের অন্যতম আকর্ষণ হলো—কবি তার বিচ্ছেদ এবং মুক্তির আকাঙ্ক্ষাকে ঢাকার টিএসসি, কার্জন হল বা রেললাইনের মতো চেনা স্থানিক আবহে স্থাপন করেছেন। এই চেনা দৃশ্যের বিপরীতে তিনি দাঁড় করান মুক্তির ভূগোল। ২০২৬ সালের বইমেলায় এমদাদ হোসেনের কাব্যগ্রন্থটি নিঃসন্দেহে প্রেমের কবিতা হিসেবেই নয় বরং একালের মনস্তত্ত্ব এবং জীবনবোধের সৎ ও সাহসী দলিল হিসেবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে।
এসইউ/এমএস