বইমেলায় প্রিসিলার ‘পথ চলার গল্প’
ফাতেমা নাজনীন প্রিসিলার বই ‘পথ চলার গল্প’
বিদেশের মাটিতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ফাতেমা নাজনীন প্রিসিলা। ‘প্রিসিলা নিউইয়র্ক’ নামেই বেশি পরিচিত তিনি।
এবার নিজের জীবনের নানা ঘটনা নিয়ে বই লিখেছেন। বইয়ের নাম ‘পথ চলার গল্প’। গত সোমবার (৭ মার্চ) বইটি অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়। এটি প্রকাশ করেছে ‘শব্দশৈলী প্রকাশনী’।
বইটির শুরুতেই প্রিসিলা লিখেছেন, আমার ফেসবুক ও ইউটিউবের সব ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদের উৎসর্গ করছি।
ভূমিকায় প্রিসিলা লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই বইটি কোনো গল্প বা উপন্যাস নয়। আমি এই বইয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার শুরু থেকে আজ পর্যন্ত জীবনের বিভিন্ন ঘটনা। আমার উদ্দেশ্য, কীভাবে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হলাম।
তিনি লিখেছেন, এই বইয়ে আমি শেয়ার করবো বিভিন্ন সময়ে আমার করা ভিডিওর মূল বক্তব্য। কীভাবে ভিডিও তৈরি করেছি, কীভাবে বাংলা শিখছি। কারা আমাকে সহযোগিতা করেছেন। আমার লাইভে কারা এসেছিলেন। এই লাইভগুলো কেন করছি, কাদের জন্য করছি। বাংলাদেশে আমার বিভিন্ন কার্যক্রম। হয়তো অভিজ্ঞতার অভাবে গুছিয়ে সবকিছু লেখা সম্ভব হয়নি। তবে একটু চেষ্টা করেছি।
প্রিসিলার বয়স এখন ১৭। নিউইয়র্কে নাচ, গান, অভিনয় ও মডেলিংয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। তবে তার মনোযোগ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক ও ইউটিউবে নিয়মিত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শিক্ষামূলক লাইভ প্রোগ্রাম করা। ফেসবুক ও ইউটিউব মিলে প্রিসিলার ফলোয়ার প্রায় ৫০ লাখ।
প্রিসিলার বিভিন্ন লাইভ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে তরুণদের উৎসাহ দেয়া, অনিয়মের বিরুদ্ধে, দেশ এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা।
এমআইএস/এমপি/জেডএইচ/জেআইএম