ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আজাদুর রহমানের ‘পথটাকে সোজা করে ধরুন আমি হাঁটছি’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি আজাদুর রহমানের কাব্যগ্রন্থ ‘পথটাকে সোজা করে ধরুন আমি হাঁটছি’। বইটি প্রকাশ করেছে সৃজন প্রকাশনী। বইটি পাওয়া যাবে বইমেলার ২৮৫ নম্বর স্টলে।

আজাদুর রহমানের জন্ম বগুড়ার সোনাতলায়। সোনাতলা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, পাইলট হাইস্কুল এবং সরকারি নাজির আখতার কলেজ থেকে যথাক্রমে প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালের প্রাণ রসায়ন বিভাগে ভর্তি হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে তিনি যুগ্ম সচিব পদমর্যাদায় বাংলাদেশ রেফারেল ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের (বিআরআইসিএম) মহাপরিচালক হিসেবে কর্মরত। পাশাপাশি পুরোদমে লেখালেখি করেন। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর সাহিত্যপাতায় নিয়মিত গল্প ও প্রবন্ধ লেখেন।

‘পথটাকে সোজা করে ধরুন আমি হাঁটছি’ কাব্যগ্রন্থ ছাড়াও তার প্রকাশিত বইসমূহ- লালন মত লালন পথ (অন্বেষা), সাধুর বাজার, লালনের গান (অন্বেষা), বাংলার মেঠো পথে (জয়তী); গল্পসমগ্র- অন্য কোনোখানে (সৃষ্টিসুখ, কলকাতা)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/জিকেএস

আরও পড়ুন

বিজ্ঞাপন