ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ডা. প্রিন্স ঘোষের গল্পের বই ‘বিবর্ণ’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:০০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ডা. প্রিন্স ঘোষের গল্পের বই ‘বিবর্ণ’। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন হিমেল ঘোষ।

ডা. প্রিন্স ঘোষ বলেন, ‘‘বিবর্ণ’ মূলত আমার জীবন থেকে নেওয়া কিছু ঘটনা থেকে পাওয়া কিছু শিক্ষার প্রকাশ। গভীর আবেগ থেকে বের হয়েছে বিবর্ণ। আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশই বলা যায়।’

প্রকাশক মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, ‘ডা. প্রিন্স ঘোষ একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। তিনি ব্যতিক্রম ধারার লেখক। বইটি খুবই সাড়া জাগিয়েছে। পাঠকনন্দিত হয়ে উঠছে।’

এক দশকের বেশি সময় ধরে ডা. প্রিন্স ঘোষ লেখালেখি ও সমাজসেবার কাজে নিয়োজিত। সাধারণ মানুষের খুব কাছাকাছি মিশে যাওয়ার প্রবণতা থেকেই লিখালেখির প্রতি আগ্রহ জন্মে।

গল্প লেখার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠক ও গণমাধ্যমকর্মী হিসেবেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। দেশে থাকাকালীন একটি অনলাইন পোর্টালে সহ-সম্পাদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

এসইউ/জিকেএস

আরও পড়ুন