ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

নতুন আঙ্গিকে বইমেলা সরাসরি প্রতিদিন

প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭

এ বছরও বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। তবে এবারের সম্প্রচারে আনা হয়েছে নতুনত্ব। টেলিভিশনের পর্দায় উপস্থাপনেও আনা হয়েছে ভিন্নতা।

এ উপলক্ষে ২৪ জানুয়ারি দুপুরে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্প্রচার প্রসঙ্গে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার।

আরো উপস্থিত ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক কামরুল হাসান শায়খ, বইমেলার উপস্থাপক লুৎফর রহমান রিটন ও আহমাদ মাযহার, আনন্দ আলো বইমেলা প্রতিদিন সম্পাদক রেজানুর রহমান।

প্রতিদিন অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুধু বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৬.৫০ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলা নিয়ে থাকবে পাঞ্জেরী, প্রাইম ব্যাংক ও পাঠক সমাবেশের সৌজন্যে ভিন্ন আয়োজন। বইমেলার সার্বিক দিক নিয়ে গত ১১ বছর ধরে প্রকাশিত ‘আনন্দ আলো বইমেলা প্রতিদিন’ প্রিন্ট আকারে আগত দর্শক, লেখক, সাহিত্যিক ও দর্শনাথীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রতিদিন থাকবে নতুন বই পরিচিতি, লেখক, দর্শক ও দর্শনাথীদের সাক্ষাৎকারসহ বইমেলার নানা খুঁটিনাটি বিষয়।

বইমেলা উপস্থাপনা করবেন ছড়াকার লুৎফর রহমান রিটন। সরাসরি সম্প্রচারের এই উদ্যোগে চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছে আইএফআইসি ব্যাংক।

এসইউ/এমএস

আরও পড়ুন