ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

নবম দিনে মেলায় ১১০ নতুন বই

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার নবম দিনে নতুন বই এসেছে ১১০টি। মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে বিষয়টি জানানো হয়েছে।

নতুন আসা বইসমূহের মধ্যে রয়েছে, গল্প গ্রন্থ ২০টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধ ৮টি, কবিতা ২৮টি, ছড়া ৫টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ১টি,  নাটক ১টি, বিজ্ঞান ৫টি, ভ্রমণ ১টি, ইতিহাস ৩টি, চি:/স্বাস্থ্য ১টি, রম্য/ধাঁধা ১টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ৩টি এবং অন্যান্য ১০টিসহ মোট ১১০টি।

এমএম/এমএইচ/এসকেডি/আরআইপি