ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

শবনম চৌধুরীর দুটি নতুন বই

প্রকাশিত: ০৬:৩২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

এবারের একুশে বইমেলায় প্রকাশ হয়েছে শবনম চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ আমার হিয়া পায়না বিরাম। এছাড়াও প্রথম কাব্যগ্রন্থ শিশিরের স্বপ্ন ছোয়া-এর আশাতীত সাফল্য লাভের পর পাঠকের রুচিবোধকে প্রাধান্য দিয়ে বাছাই করা প্রকাশিত এবং অপ্রকাশিত কবিতা নিয়ে প্রকাশ হয়েছে দ্বিতীয় কাব্যগ্রন্থ সুপ্রভাত সুপ্রভা।

shobnom
বই দুটি প্রকাশ করেছে শিখা প্রকাশনী। পাওয়া যাবে বইমেলার ১৪৯, ১৫০, ১৫১, ১৫২ নম্বর স্টলে।

এইচএন/আরআইপি